পবিত্র রমাদানুল কারিম সমুপস্থিত। এই মাসটিতেই আল্লাহ রাব্বুল আলামীন মানব জাতির প্রতি শ্রেষ্ঠ নিয়ামত কুরআনুল কারিম নাজিল করেন। পুরো মাসই আল্লাহ তা’য়ালা মুসলিম নর-নারীর জন্যে সিয়াম পালন ফরজ করেছেন।
পবিত্র এ মাসেই কুরআন বিরোধীদের মোকাবেলায় রাসূল (ﷺ)-এর নেতৃত্বে সাহাবায়ে কেরাম রেদওয়ানুল্লাহি তা’য়ালা আজমাঈন বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন। আর আল্লাহ তা’য়ালা মুসলমানদেরকে অকল্পনীয় বিজয় দান করেন। এ মাসটিতেই মক্কা বিজয় অনুষ্ঠিত হয়। যার ফলে জাজিরাতুল আরবের মুক্ত আকাশে কালিমার পতাকা উড্ডীন হয়।
মহান প্রভুর দরবারে একান্ত আরজ, তিনি যেন আমাদেরকে সিয়াম সাধনাসহ তামাম ইবাদাত-বন্দেগীর মাধ্যমে প্রকৃত তাক্বওয়া হাছিলের তাওফিক দান করেন। আমরা আল্লাহ পাকের দরবারে বিগলিত চিত্তে দো’য়া করি, যেন তাঁর অফুরন্ত রাহমাহ, সমস্ত গুনাহখাতা থেকে মাগফিরাহ এবং জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদ লাভ করতে পারি।
পবিত্র কুরআনুল কারিমকে আত্মস্থ করা, তা ব্যক্তি ও সমাজ জীবনে পালন এবং বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকারে মহান প্রভুর সাথে আমরা যেন আবদ্ধ হতে পারি। রাব্বুল আলামীন আমাদেরকে তাওফিক দান করুন। আমীন।।