১৯ এপ্রিল মঙ্গলবার রাজধানী ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর জনাব মকবুল আহমাদ স্মরণে ফেনী জেলা জামায়াত কর্তৃক আয়োজিত ‘রাহবার’ নামক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। স্মারক গ্রন্থটি প্রকাশ করেছে ফেনী জেলা জামায়াত।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান। উপস্থিত ছিলেন ফেনী জেলা জামায়াতের আমীর জনাব একেএম শামছুদ্দীন, নায়েবে আমীর মাওলানা মাহমুদুল হক, জেলা সেক্রেটারি মাওলানা আবদুল হান্নান এবং জনাব মকবুল আহমাদের ২ পুত্র জনাব ইমরান বিন আহমাদ ও ইঞ্জিনিয়ার ইসমাইল মুহাম্মাদ নোমান।
আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন, “আমাদের প্রিয় রাহবার জামায়াতে ইসলামীর সাবেক আমীর জনাব মকবুল আহমাদ ছিলেন আমাদের কঠিন সময়ের কান্ডারী। তিনি স্বচ্ছ-পরিচ্ছন্ন, সহজ-সরল জীবনের অনুপ্রেরণাদানকারী একজন দাঈ ছিলেন। একজন সত্যিকার দাঈ ইলাল্লাহ হিসেবে তিনি আমাদের কাছে রেখে গিয়েছেন বহু অনন্য উদাহরণ।
প্রধান অতিথি আরো বলেন, ১৯ এপ্রিল আমাদের সোনালী মিনার সাবেক আমীর জনাব মকবুল আহমাদ স্মরণে ‘রাহবার’ নামক স্মারক গ্রন্থটি মহান রবের নাম নিয়ে উন্মোচন করছি, আল-হামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই স্মারক গ্রন্থটিকে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের ইসলামী আন্দোলনের জন্য কবুল করুন, আমীন।