শাহরু রমাদানের দুই তৃতীয়াংশ অতিবাহিত হওয়ার পথে। পবিত্র এই মাসটিতেই রাব্বুল আরশিল আজিম মানব জাতির জন্য পরিপূর্ণ এবং সর্বশেষ হিদায়া আল-কুরআন নাজিল করেন। লাইলাতুল ক্বদরের পবিত্র রজনীতেই আল্লাহ তা’য়ালার পক্ষ থেকে আল-কুরআন নাজিল হয়। পবিত্র রমাদানের শেষ ১০ দিনের কোন এক বিজোড় রজনীতে লাইলাতুল ক্বদর রয়েছে।
লাইলাতুল ক্বদরের মর্যাদাকে আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা হাজার মাসের চেয়েও উত্তম বলে সুসংবাদ দান করেছেন। এই সুসংবাদের বারাকাহ থেকে কোন মু’মিন-মু’মিনাত বঞ্চিত হওয়া চরম দূর্ভাগ্যের বিষয়। মহান আল্লাহর যে বান্দা-বান্দীগণ পবিত্র রমাদানের শেষ ১০ দিন ইতিক্বাফে মশগুল থাকেন, তাদের জন্য এই রাতের ক্বদর করা খুবই সহজ।
আসুন, ইতিক্বাফ ও লাইলাতুল ক্বদরকে সৌভাগ্যের পরশ হিসেবে হৃদয়ের আবেগ দিয়ে তুলে নেই। আল্লাহ রাব্বুল ইজ্জত এই দুই মহান বারাকাহ দিয়ে আমাদেরকে খুশি করুন। আমীন, সুম্মা আমীন।।