১। টানা ৬ দিন ভারী বর্ষণের পর মহান রাব্বুল ইজ্জতের সীমাহীন মেহেরবানীতে আপাতত মূষলধারে নয়, কিছুটা থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এদিকে মানব সৃষ্ট যন্ত্রনার সাময়িক অবসান হয়েছে। আলহামদুলিল্লাহ, তাতে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। বন্যা পীড়িত মানুষ আবার আশা জাগানিয়া স্বপ্ন দেখতে শুরু করেছে।
মহান রাব্বুল আলামীন তাদের আশাকে বাস্তবতায় পরিণত করুন।
২। প্রত্যেকটি সমাজেই যেমন কিছু মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ থাকেন, তেমনি বিবেকহীন মানুষও থাকে। এ কয়দিন মানুষের দুঃখ-কষ্টের সময়, যারা মানুষের পাশে দরদি মন নিয়ে থেকেছেন, মহান রব দুনিয়া এবং আখিরাত দু’জায়গায় যেন তাদেরকে সম্মানিত করেন। আবার যে সমস্ত বিবেকহীন মানুষ, লোভের বশবর্তী হয়ে এ সময়ে নিজেদের কপাল গড়ার প্রতিযোগিতায় নেমেছিলো, তারা বড়ই দুর্ভাগ্যবান।
প্রভু তাদেরকে সঠিক বুঝ দান করুন।
৩। আজ একটি ছোট্ট নৌকার গরীব মাঝি/মালিক আমাদেরকে বড় ঋনী করে ফেললেন। দুঃখী মানুষের জন্য যখন সামান্য উপহার নিয়ে আমরা এই ভদ্রলোকের সঙ্গী হলাম, তিনি আমাদেরকে নিয়ে এই ত্রাণ সামগ্রীগুলো মানুষের দুয়ারে পৌঁছে দিতে চমৎকার সহযোগিতা করলেন। দীপ্ত চেহারার এই মানুষটিকে চর্ম চক্ষুতে নয়, হৃদয়ের চোখে গেঁথে নিলাম।
কাজ শেষে যখন তাকে সামান্য কিছু দিতে চাইলাম, বিনয়ের সাথে বললেন, আপনারা তো ভরা হাতে এসেছেন, আমি কেবল খালি হাতেই শরিক হলাম। শরিক থাকতে পারাটাই আমার জন্য পারিশ্রমিক এবং যথেষ্ট। কেবলই দো’য়া চাই। অমনি করে কলিজার ভিতর থেকে এসে গেল, হে প্রভু! আপনার এই গোলামকে নির্বাচিত বান্দাদের মধ্যে শামিল করে নিন এবং এই মানুষটির মতোই আমাদেরকেও পবিত্র মানসিকতা দান করুন। আমীন।