চট্টগ্রামের আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক দেশবরেণ্য আলেম হযরতুল আল্লামা শাহ মুফতি আব্দুল হালিম বোখারী রাহিমাহুল্লাহ মহান মাওলার ডাকে সাড়া দিয়ে আজ মঙ্গলবার (২১ জুন) সকাল ১০টায় চট্টগ্রামের সেন্টার ফর স্পেশালাইজড কেয়ার অ্যান্ড রিসার্চ (সিএসসিআর) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল ফরমাইয়াছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জেষ্ঠ্য এই আলেমে দ্বীন সর্বজন বিদীত অতি উঁচু মাপের এক মহান ব্যক্তি ছিলেন। তিনি আজীবন ইলমে দ্বীনের খিদমাতের সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত ছিলেন।
আল্লামা আব্দুল হালিম বোখারী রাহিমাহুল্লাহ হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির ছিলেন। ২০০৮ সাল থেকে আমৃত্যু আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের মহাসচিব ছিলেন তিনি।
তাঁর সুযোগ্য হাজার-হাজার ছাত্র দেশে-বিদেশে ইলমে দ্বীনের খিদমাতে নিয়োজিত। তিনি আজীবন সহজ-সরল জীবনযাপনে অভ্যস্ত ছিলেন। নিরহংকার এই আলেমে দ্বীন অনেকটা নিরবেই চলে গেলেন।
দীর্ঘ জীবনের যে সফর তিনি শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামীন এই সফরের প্রথম মঞ্জিল তাঁর কবরকে প্রশস্ত করে দিন। মেহেরবানি করে বরফ, শীলা ও পানি দিয়ে ধৌত করে তাঁকে পরিপূর্ণ, পরিচ্ছন্ন ও একজন আবরার বান্দা হিসেবে কবুল করুন। আল্লাহ পাক তাঁকে উত্তম বাসস্থান, রিযিক ও সঙ্গী দান করুন।
আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা মরহুমের ওপর রহম করুন, মানবিক সকল ত্রুটি-বিচ্যুতি, গুনাহখাতা ক্ষমা করুন এবং সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস দান করুন।
মহান আল্লাহ তাঁর স্বজন, প্রিয়জন, সহকর্মী ও ছাত্রদেরকে সবরে জামিল দান করুন। আমীন ইয়া রাব্বাল আলামীন।।