মহান রাব্বুল আলামীনের সকল ফায়সালাই আমাদের জন্য কল্যাণকর, যদি হৃদয় দিয়ে যথাযথভাবে উপলব্ধি করতে পারি। মানুষের বোধ এবং বিবেকের কারণে আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’য়ালা অপরাপর সৃষ্টি থেকে মানব জাতিকে আলাদা করে রেখেছেন।
সম্প্রতি বন্যা নিঃসন্দেহে দুর্গত এলাকার লক্ষ-লক্ষ নারী-পুরুষ, আবাল, বৃদ্ধ-বণিতার জন্য এক কঠিন পরীক্ষা। তাদের কষ্ট অকল্পনীয়। রাষ্ট্রীয় অবহেলা এ কষ্টকে আরো বহুগুণে বাড়িয়ে দিয়েছে। এখানে সরকারের তেমন কোনো উদ্যোগই লক্ষ্য করা যাচ্ছে না। অথচ এক্ষেত্রে দায়িত্বটা সরকারেরই। এ অবহেলা বেদনাদায়ক ও দুঃখজনক।
আলহামদুলিল্লাহ! পরিস্থিতির সূচনালগ্ন থেকেই বিভিন্ন দায়িত্বশীল সংগঠন, সংস্থা এবং বিবেকবান ও হৃদয়বান অনেক নাগরিকই আন্তরিকভাবে এগিয়ে এসেছেন। সাধ্যমত বিপন্ন মানুষের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছেন। এক্ষেত্রে বিভিন্ন ইসলামি দল, সংস্থা ও ব্যক্তিরাই এগিয়ে আছেন।
অন্তরের অন্তস্থল থেকে এ সমস্ত সংস্থা, সংগঠন ও ব্যক্তিদের জন্য দো’য়া করি। মহান রাব্বুল আলামীন তাদের খেদমতগুলোকে কবুল করে দুনিয়া এবং আখিরাতে মর্যাদায় অভিষিক্ত করুন এবং নেক কাজের যোগ্যতা আরো বাড়িয়ে দিন।
এখনো যে সমস্ত সংগঠন তাদের সামর্থ্য উজাড় করে বিপন্ন জনগণের পাশে এসে দাঁড়াননি, আমরা আশা করবো শীঘ্রই তারা মানবিক এ দায়িত্ব পালনে এগিয়ে আসবেন।