আলহামদুলিল্লাহ! বন্যা উপদ্রুত এলাকায় রাব্বুল ইজ্জত আমাদের মতো যাদেরকে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর তাওফিক দান করেছেন, এ আমাদের ওপর মহান মাওলার সীমাহীন মেহেরবানী।
তাৎক্ষণিকভাবে শুকনো খাবার, সুপেয় পানি এবং পানি বিশুদ্ধকরণ উপাদান ছিলো খুবই জরুরী। বন্যার আজ ধারাবাহিক ৯ম দিন। টানা ৮টি দিন শুকনো খাবার খেয়ে অনেকেই স্বাভাবিক থাকতে পারছেন না। বিশেষ করে শিশু এবং বয়স্করা।
এদিকে বন্যা পরিস্থিতিরও খানিকটা উন্নতি হয়েছে। এখন প্রয়োজন খাবারের স্বাভাবিক আইটেমগুলো দুঃখী ভাই-বোনদের হাতে তুলে দেয়া।
আমরা যারা এরকম উদ্যোগ গ্রহণ করবো, মহান রাব্বুল আলামীনের ওপর ভরসা করে এ পরিমাণ খাদ্যদ্রব্য প্রতিটি পরিবারের হাতে তুলে দেয়া প্রয়োজন, যা দিয়ে ১ থেকে ২ সপ্তাহ পরিবারগুলো মোটামুটিভাবে চলতে পারে। খাদ্যদ্রব্যের পাশাপাশি পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ার বড় ধরনের ঝুঁকি রয়েছে।
এ অবস্থায় ঔষুধের জরুরী আইটেমগুলো সম্পৃক্ত থাকাটা বাঞ্চনীয়। খাবার স্যালাইন সংযুক্ত করলে আরো ভালো হয়। সাথে থাকবে পানি বিশুদ্ধকরণ উপকরণও। উভয় ধরনের সাবান সংযুক্ত থাকাটাও বাঞ্চনীয়।
মহান প্রভুর সন্তুষ্টি হাসিলের এ এক বিশাল সুযোগ। রাব্বুল ইজ্জত আমাদের সকলকে দুঃখী ভাই-বোনদের মুখে খানিকটা হলেও হাসি ফুটানোর তাওফিক দান করুন। এ কাজে মহান আল্লাহ্ সকলের অন্তরকে খুলুসিয়াত দিয়ে পরিপূর্ণ করে দিন। আমাদের সকল কাজ হোক শুধুমাত্র মহান রবের সন্তুষ্টির জন্যে।