শায়খুল হাদিস আল্লামা মুফতি আবদুল হালিম বুখারীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ২১ জুন ২০২২ এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, চট্টগ্রামের আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মুহতামিম শায়খুল হাদিস আল্লামা মুফতি আবদুল হালিম বুখারী ২১ জুন সকাল ১০টায় বার্ধক্যজনিত কারণে ৮০ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।
শোকবাণীতে তিনি আরো বলেন, শায়খুল হাদিস আল্লামা মুফতি আবদুল হালিম বুখারী ছিলেন দ্বীনের একজন একনিষ্ঠ খাদেম। দাঈ ইলাল্লাহ হিসেবে তিনি ছিলেন অনুসরণীয় এক মহৎ ব্যক্তি। তিনি ছিলেন বহু আলেমের উস্তাদ। ইলমে দ্বীনের খেদমতের জন্য যুগ যুগ ধরে এ দেশের মানুষ তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তিনি আলেম-উলামা ও তৌহিদী জনতার প্রিয় রাহবার। তার ইন্তিকালে জাতি একজন খ্যাতিমান আলেমে দ্বীনকে হারাল। তার শূন্যতা সহজে পূরণ হবার নয়।
আমি তাঁর শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, শুভাকাক্সক্ষী, সহকর্মী ও ছাত্রদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।