মাওলানা আব্দুল মজিদ রাহিমাহুল্লাহর পরিবারের সদস্যদের সান্ত্বনা প্রদান
১৯ জুলাই সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ঠাকুরগাঁও জেলার সাবেক আমীর, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল মজিদ রাহিমাহুল্লাহর দিনাজপুর জেলার কাহারোল উপজেলার পৈত্রিক বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এবং তাঁদের সান্ত্বনা প্রদান করেন। এ সময় তিনি তাঁর কবর জিয়ারত করেন ও তাঁর আত্মার মাগফিরাত কামনা করে মহান রবের নিকট দো’য়া করেন।
মুহতারামা তৈয়বা খাতুনের কবর জিয়ারত
১৯ জুলাই বিকালে ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব দেলোয়ার হোসেন এবং ঠাকুরগাঁও জেলা জামায়াতের সেক্রেটারি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জনাব আলমগীর হোসেনের শ্রদ্ধেয়া মাতা মুহতারামা তৈয়বা খাতুনের কবর জিয়ারত করেন। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে মহান রবের নিকট দো’য়া করেন।
শহীদ আবদুল হামিদের কবর জিয়ারত
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের কর্মী আবদুল হামিদ ১৯৮২ সালের ১১ মার্চ শাহাদাত বরণ করেন। আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ১৯ জুলাই মঙ্গলবার শহীদ আবদুল হামিদের কবর জিয়ারত শেষে পরিবারের সদস্যদের সাথে দেখা করেন ও তাঁদের খোঁজ-খবর নেন।
এসব স্থানে আমীরে জামায়াতের সাথে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আবদুল হালিম, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, অঞ্চল টিম সদস্য জনাব আফতাব উদ্দিন মোল্লা, ঠাকুরগাঁও জেলা আমীর মাওলানা আব্দুল হাকিম, দিনাজপুর জেলা উত্তরের আমীর জনাব আনিসুর রহমান এবং পঞ্চগড় জেলা আমীর জনাব ইকবাল হোসাইন প্রমুখ।