আলহামদুলিল্লাহ! বছর ঘুরে মুসলিম জাতির পিতা হযরতে ইবরাহীম আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নাত, মহান প্রভুর জন্য ত্যাগ এবং কুরবানীর কঠিন শপথ নেওয়ার পবিত্র দিন ঈদুল আযহা সমুপস্থিত। মুসলিম জাতির পিতার সকল কার্যক্রম ছিলো তাওহীদমুখী আর শিরকের বিরুদ্ধে।
প্রিয় দেশবাসীসহ মুসলিম মিল্লাতের প্রত্যেক সদস্যের জীবন থেকে শিরকের আবিলতা দূর হয়ে তাওহীদের আলোতে উদ্ভাসিত হোক— মহান প্রভুর দরবারে বিগলিত চিত্তে এ দো’য়াই করি।
আসুন, যার যার জায়গা থেকে সেই শপথ নিয়ে রাব্বুল আলামীনের পরিপূর্ণ আনুগত্যের দিকে এগিয়ে যাই। দেশবাসীসহ বিশ্ব মুসলিমদের প্রতি পবিত্র ঈদুল আযহায় বুকভরা ভালোবাসা ও শুভেচ্ছা।
Alhamdulillah! In the turn of the year, once again the Holy Day of Eid ul Adha — the Sunnah of the Father of the Muslim Nation (Ummah) Hazrat Ibrahim (AS) and the day of taking oath to make sacrifices for the sake of Almighty Allah SWT — has arrived amongst us. All of the work and activism of the Father of the Muslim Ummah was Towhid-oriented, i.e. witnessing the sovereignty of Allah SWT at all times, and against Shirk i.e. idolatry or polytheism or accepting any other’s sovereignty in the affairs of the mankind.
On this holy day, let me pray from the core of my heart to the Almighty Allah SWT for the salvation of the mankind. Let us pray: May the lives of the beloved countrymen as well as the members of the entire Muslim Millat be cleansed from the curse of the Shirk and be illuminated with the light of Towhid!
On this auspicious occasion, let us make a vow from everyone’s respective position to tread towards a complete surrender to Allah Rabbul Alamin.
Warm greetings and heartfelt love to all of my countrymen as well as to the Muslim Ummah!