বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেন, ইতিহাসের রেকর্ড করা এবারের ভয়াবহ বন্যার সূচনালগ্ন থেকেই আমাদের সহকর্মীরা বন্যার্তদের পাশে দাঁড়িয়েছিলেন। এখনো আমরা সাধ্যের সর্বোচ্চটুকু উজাড় করে দিয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে আছি এবং থাকবো, ইনশাআল্লাহ। বন্যার সূচনালগ্ন থেকেই আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না, কিন্তু আমাদের উপকরণের সীমাবদ্ধতা ছিল। এজন্য আমরা সবার কাছে যথাসময়ে পৌঁছাতে পারিনি। এজন্য আমরা ক্ষমাপ্রার্থী। আশা করি মহান আল্লাহও আমাদেরকে ক্ষমা করবেন।
আমীরে জামায়াত বলেন, আমাদের সামর্থের হাত তো অনেক ছোট। মানুষের মাঝে খাদ্য সরবরাহ করা যত সহজ, পুনর্বাসন করা ঠিক ততটাই কঠিন। আমাদের সহকর্মীদের আমরা বলে দিয়েছি, পুনর্বাসনের সহায়তার কাজে যেন কোনো ত্রুটি না হয়। গৃহ নির্মাণ/মেরামতে পুরো সময়জুড়ে আমাদের সহকর্মীরা ক্ষতিগ্রস্তদের পাশে থেকে এ কাজ আঞ্জাম দিবেন, ইনশাআল্লাহ। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে যিনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তিনি সবার আগে আমাদের সহযোগিতা পাবেন, ইনশাআল্লাহ। আমাদের মাঝে কোন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-সাঁওতাল, রাজনৈতিক দলের কোন ব্যবধান নেই; এখন সবার আগে মানবতা। আমরা অনেক বড় একটা কাজ হাতে নিয়ে এগিয়ে যাচ্ছি। এ কাজে মহান আল্লাহর একান্ত অনুগ্রহ ও সকলের সার্বিক সহযোগিতা আশা করছি। আল্লাহ তা’য়ালা যেন আমাদেরকে মানবতার জন্য এ মহান কাজটি যথাযথভাবে আঞ্জাম দেওয়ার তাওফিক দান করেন।
তিনি বলেন, এ মানবিক পরিস্থিতিতে মানুষকে সম্মান দেয়া, ইজ্জত দেয়া, প্রত্যেক মুমিনের উপর অবধারিত। মানুষের সেবা করা আল্লাহ তা’য়ালার বান্দাদের জন্য উত্তম ইবাদাত। তাই আসুন, মানবতার এই কঠিন ক্রান্তিকালে আমরা বিভেদ-বিভাজন ভুলে গিয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াই।
তিনি ২৪ জুলাই রবিবার নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসন উপলক্ষে নেত্রকোনা জেলা জামায়াতের উদ্যোগে পুনর্বাসন উদ্বোধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
পরে আমীরে জামায়াত উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের গৃহ নির্মাণ/মেরামতে সহায়তা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় আমীরে জামায়াত কলমাকান্দার আশ্রয়ণ প্রকল্প এলাকার কয়েকটি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে গৃহ সংস্কার বাবদ ঢেউটিনসহ প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেন। বন্যা ক্ষতিগ্রস্ত এলাকায় পূনর্বাসন কার্যক্রমের আওতায় জামায়াতের চলমান কর্মসূচীর অংশ হিসেবে এই গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়।
জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা এনামুল হকের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি প্রভাষক মাহবুবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. মাওলানা সামিউল হক ফারুকী।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমীর অধ্যাপক সাদেক আহমেদ হারিস, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারিদ্বয় সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসাইন সাইফুল এবং সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাসুম মোস্তফা, ছাত্র শিবিরের জেলা সভাপতি মোঃ আবু আক্কাস, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মোঃ কামাল উদ্দিন, দুর্গাপুর উপজেলা সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক, কলমাকান্দা উপজেলা আমীর মাওলানা আবুল হাশিমসহ জেলা উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ।