চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ট্রেন-মাইক্রোবাসের সংঘর্ষে ১১ জন পর্যটক নিহত এবং ৬ জন গুরুতরভাবে আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান ২৯ জুলাই এক শোকবাণী প্রদান করেছেনঃ-
শোকবাণীতে তিনি বলেন, “২৯ জুলাই শুক্রবার বেলা ২টার দিকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বড়তাকিয়া রেলস্টেশনের এক কিলোমিটার উত্তরে ট্রেন-মাইক্রোবাসের এক মর্মান্তিক সংঘর্ষ ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতী ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসে থাকা ১৮ জন আরোহীর মধ্যে ১১ জন ঘটনাস্থলেই মর্মান্তিকভাবে নিহত হন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এদের মধ্যে ৬ জন মারাত্মকভাবে আহত হন ও একজন সুস্থ রয়েছেন।
তিনি আরো বলেন, ট্রেন-মাইক্রোবাসের ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়ে নিহত হওয়ার ঘটনা খুবই মর্মান্তিক ও হৃদয়বিদারক। প্রাণবন্ত এই যুবকদের ইন্তিকালে আমার হৃদয়ে এক গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। নিহতদের শহীদ হিসেবে কবুল করার জন্য আমি মহান রবের নিকট কায়মনোবাক্যে দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামীন তাদের মা-বাবা ও আত্মীয়-স্বজনকে ধৈর্য ধারণ করার তাওফীক দান করুন। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
তিনি বলেন, জানা গেছে, সড়কের ওপর লেভেল ক্রসিং-এ কোনো সিগন্যাল না থাকায় এই মারাত্মক দুর্ঘটনা ঘটে। দায়িত্ব পালনে এ জাতীয় অবহেলা কিছুতেই মেনে নেওয়া যায় না। যে ১১টি তাজা প্রাণ এক মুহূর্তেই ঝড়ে গেল তার দায়িত্ব সরকারকেই নিতে হবে।
তিনি আরো বলেন, আহতদের দ্রুত সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ ও পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”