প্রিয় আরমান,
ব্যারিস্টার মীর আহমদ বিন কাসিম! তোমার অপেক্ষায় আজ ছ’টি বছর পূর্ণ হলো। তোমার স্নেহময়ী মাতা, তোমার প্রিয় স্ত্রী এবং তোমার অবুঝ দু’টি কন্যা তোমার মুখ দেখেন না, তোমার কথা শুনেন না। তোমার মা এবং বাচ্চারা জড়িয়ে ধরে কপালে এখানে-সেখানে চুমু দেন না। হ্যাঁ, তুমি আমাদের দৃষ্টি সীমার ভিতরে না থাকলেও, কোথায় আছো আমরা না জানলেও, মহান রব, আ’লিমুল গায়িব, সামিয়ুম বাছির অবশ্যই জানেন এবং দেখছেন। তুমি নিশ্চয়ই রাব্বুল আলামীনের দৃষ্টির মধ্যেই আছো। জালিমেরা তোমাকে সে রাতে স্ত্রী-কন্যাদের বুক থেকে নিষ্ঠুরভাবে ছিনিয়ে নিয়েছিলো। দফায়-দফায় বড় কষ্ট দিচ্ছে তোমার মাজলুম পরিবার এবং তোমাকে। সব জুলুমেরই সীমা আছে। সব জালিমেরই শেষ আছে। এখানেও তার কোন ব্যতিক্রম হবেনা।
আমরা মহান মাওলার দরবারে নতশিরে তাঁর খাছ সাহায্য কামনা করি। তুমি, ব্রিগেডিয়ার জেনারেল আমান-আল আযামীসহ যাদের সাথে এই জুলুম করা হয়েছে, মহান আল্লাহ তোমাদেরকে হেফাজতে রাখুন। স্ব-সম্মানে এবং সুস্থ হালতে প্রিয়জনদের বুকে ফিরিয়ে দিন।
জুলুমের কালো রাতের অবসান হোক। মাজলুম জাতি মুক্তি পাক। ন্যায় এবং ইনসাফের সূর্য উদিত হোক। মহান প্রভুর কাছে কলিজার ভিতর থেকে সেই দো’য়াই করি।