১৫ আগস্ট সোমবার বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের একটি গার্ডার ভেঙে প্রাইভেট কারের উপর পড়ে। এতে প্রাইভেট কারে থাকা ৭ জনের মধ্যে ৫ জন নিহত ও অপর ২ জন গুরুতরভাবে আহত হয়েছেন। অপরদিকে একই দিন দুপুর ১২টায় রাজধানীর চকবাজারে পলিথিন কারখানার অগ্নিকাণ্ডে ৬ জন নিহত হয়েছেন।
ঘটনা দু’টিতে দায় তো অবশ্যই কারো না কারো আছে। বিপন্ন এ পরিবারগুলো এখন চোখে অন্ধকার দেখছেন। এ দায় রাষ্ট্র কোনভাবেই এড়াতে পারেনা।
নিহতদের আত্মার মাগফিরাত এবং মহান আল্লাহর দরবারে তাদের জন্য জান্নাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামীন শোকসন্তপ্ত পরিবারগুলোকে সবর করার তাওফীক দান করুন। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। সেই সাথে আহতদের দ্রুত সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণের এবং নিহত ও আহতদের পরিবার-পরিজনদের উপযুক্ত ক্ষতিপূরণ দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। বিশেষ করে গরীব অসহায় শ্রমিক পরিবারগুলোর পাশে মানবিকতা নিয়ে দাঁড়ানো উচিত।