এই অযাচিত, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কথাগুলো বার বার শুনা যাচ্ছে ইদানিং। ১৪ বছর যাবত তো জাতিকে নিয়ে খেলছেন উনারা। বহু পরিবার ছিন্নভিন্ন হয়ে গিয়েছে। গুম-খুনের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। মামলা-হামলার কথা না বললেও চলে। অর্থনীতিকে চুষে খেয়ে ফুকলা করেছেন! কেন্দ্রীয় ব্যাংকের ওপর হাত দিতেও তারা দ্বিধাবোধ করেননি। অনেক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে পড়েছে।
উন্নয়ন-উন্নয়ন করে মুখে ফেনা তোলে এখন আইএমএফ এর দ্বারস্ত হচ্ছেন। দেশের জন্য এটি ভয়ঙ্কর এক অশনি সঙ্কেত। তাছাড়া ভোটের অধিকারসহ সকল নাগরিক অধিকার ইতিমধ্যেই গুম হয়ে গিয়েছে।
আর কত খেলবেন এ জাতিকে নিয়ে? তবে সব খেলাতেই গোল হয় না, মাঝে মধ্যে সেইমসাইডও হয়ে যায়, মাথায় রাখবেন। তাছাড়া গোলও খেতে হয়।