চট্টগ্রামে পররাষ্ট্র মন্ত্রীর বক্তব্য দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের খোলামেলা স্বীকৃতি। গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রী সত্য কথাটাই অকপটে স্বীকার করেছেন। এটি যদি দেশদ্রোহিতা না হয়ে থাকে তাহলে দেশদ্রোহিতা কাকে বলা যাবে?
সরকার কথায় কথায় দেশপ্রেমিক দল এবং জনগণকে “স্বাধীনতা বিরোধী, দেশ বিরোধী” বলে গালিগালাজ করতে কুন্ঠাবোধ করে না। সত্য এভাবেই প্রকাশিত হয়। এ আশঙ্কার কথাই আমরা দশকের পর দশক ধরে জনগণের সামনে বলে আসছিলাম। তা আজকে সরকারের দায়িত্বপ্রাপ্ত একজন মন্ত্রী খোলামেলাভাবে বলে জাতির সামনে আমাদের আশঙ্কার যৌক্তিকতা প্রমাণ করলেন। তার এ বক্তব্য প্রমাণ করে যে, সরকার কতটা গণধিকৃত ও জনবিচ্ছিন্ন। রাষ্ট্রীয় সফরে গিয়ে পররাষ্ট্র মন্ত্রী সরকারের মনোভাবের কথাই তুলে ধরেছেন। কখনোই এটি তার একান্ত ব্যক্তিগত বিষয় হতে পারে না। কারণ এটা তার কোনো ব্যক্তিগত সফর ছিলো না।
এখন জনগণকে জনগণের কাজটাই করতে হবে। অবশ্যই আমাদের প্রিয় জন্মভূমি আমরা কারো কাছে বন্ধক দিবো না, দিতে পারি না। মহান আল্লাহ সম্মিলিতভাবে দেশের জনগণকে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর শক্তি দান করুন। আমীন।।