কুরআনের সমাজ প্রতিষ্ঠা না-হওয়া পর্যন্ত দেশের মানুষ সত্যিকার স্বাধীনতার সুফল পাবেন না। দেশের বর্তমান দুরাবস্থার জন্য ক্ষমতাসীনদের অব্যবস্থাপনা ও দুর্নীতিই দায়ী।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা শাখার উদ্যোগে আয়োজিত রুকন সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান উপরোক্ত কথা বলেন।
জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নায়েব আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, এ্যাসিসটেন্ট সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস মাওলানা আবদুল খালেক। এছাড়াও বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা সাইয়েদ আহমদ এবং জেলা জামায়াতের সেক্রেটারি মওলানা নিজামুদ্দিন ফারুক।
আমীরে জামায়াত আরো বলেন, জামায়াতে ইসলামী দেশ ও জনগণের কল্যাণে কুরআনের সমাজ বিনির্মাণে আপোষহীনভাবে কাজ করে যাচ্ছে। দলমত নির্বিশেষে সকল মানুষের নিকট কুরআনের বাণী পৌঁছে দেয়ার জন্য রুকনদেরকে তিনি নির্দেশ প্রদান করেন। আমীরে জামায়াত সাহাবায়ে কেরাম এর আদর্শের ভিত্তিতে জীবন গড়তে উদাত্ত আহ্বান জানান। বাতিল মতবাদের পচা দুর্গন্ধময় ব্যবস্থার উপর ইসলামের ঝান্ডা সমুন্নত রাখতে আহ্বান জানান।