শিক্ষার্থীরা আগামীর দেশ গড়ার কারিগর, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে ভালোভাবে মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজপথ কোমলমতি শিক্ষার্থীদের রক্তে রঞ্জিত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রতিনিয়ত সরকারপন্থী ছাত্র সংগঠনের ছাত্র নামধারী সন্ত্রাসীদের দ্বারা নির্মম নির্যাতন, নিপীড়ন হয়রানির শিকার হচ্ছে শিক্ষার্থীরা। তাদের হাতে প্রাণ গেছে বেশ কিছু ছাত্রের, যা খুবই দুঃখজনক ও বেদনাদায়ক। ভবিষ্যতে শিক্ষার্থীরা এরকম কোনো মর্মান্তিক ঘটনার শিকার না হোক এই দোয়া করি।
হাফ ভাড়ার দাবি শিক্ষার্থীদের বহুদিনের দাবি। গত বছরও এ নিয়ে অনেক আন্দোলন হয়েছে দেশজুড়ে। এরপর হাফভাড়া বাস্তবায়নের আশ্বাসও দেওয়া হয়েছিল, কিন্তু কিছু গণপরিবহণে হাফ ভাড়া কার্যকর হলেও অধিকাংশ গণপরিবহণ এর কোনো তোয়াক্কাই করছে না। যা কোমলমতি শিক্ষার্থীদের সাথে রীতিমত প্রতারণা ।
রাজধানীসহ সারাদেশে শিক্ষার প্রয়োজনে শিক্ষার্থীদের অনেক দূর দূরান্তে যাতায়াত করতে হয়। পড়ালেখার খরচের পাশাপাশি প্রতিদিন একটা অঙ্কের টাকা তাদের যাতায়াতের পেছনে চলে যায়। অথচ সরকারের উচিৎ ছিল শিক্ষার্থীদের জন্য ফ্রি যাতায়াতের ব্যবস্থা করা । পাশাপাশি গণপরিবহণ মালিকদের একটু সুনজর তাদের এই সমস্যা খুব সহজেই সমাধান করে দিতে পারতো।
সরকার ও সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে-নিশ্চিন্তে পড়াশুনায় মনোযোগী হতে পারে সেই সুযোগ তৈরি করে দিন। তাদের ছোট্ট একটা দাবি হাফভাড়া কার্যকরভাবে বাস্তবায়নের ব্যবস্থা করুন। শিক্ষা প্রতিষ্ঠানে তাদের নিরাপত্তা নিশ্চিত করুন। রাজপথে দুর্ঘটনায় যেন আর তাদের কারো প্রাণ না ঝড়ে যায় সেদিকে নজর রাখুন। তাদের দাবি পূরণের জন্য, বই-খাতা, কলম ও শিক্ষাঙ্গণ ছেড়ে যেন আর রাস্তায় না নামতে হয় সেই ব্যবস্থা করুন।