উপমহাদেশের ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, প্রখ্যাত আলেমে দ্বীন, জামায়াতে ইসলামী হিন্দের সাবেক আমীর ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী স্কলার এবং বহু গ্রন্থ প্রণেতা মাওলানা জালালউদ্দিন আনসার উমরী সাহেব মহান রাব্বি কারিমের ডাকে সাড়া দিয়ে গতকাল রাত সাড়ে ৮টার দিকে নয়াদিল্লির আল শিফা হাসপাতালে ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…।
এ উপমহাদেশে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আজীবন সংগ্রাম করেছেন এই মহান নেতা। শত অত্যাচার ও নির্যাতনেও তিনি আদর্শ থেকে ও আন্দোলন থেকে সরে আসেননি। তাঁর মৃত্যু পৃথিবীর ইসলামী আন্দোলনের জন্য বেদনাদায়ক।
আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা তাঁর এই গোলামকে ক্ষমা করুন, তাঁর ওপর রহম করুন এবং তাঁকে সম্মানিত করে জান্নাতের উঁচু মাকাম দান করে অপরিসীম নিয়ামতে সিক্ত করুন।
তাঁর পরিবার-পরিজন, শুভাকাঙ্ক্ষী ও সর্বপর্যায়ের সহকর্মীদেরকে আল্লাহ রাব্বুল আলামীন সবরে জামিল দান করুন। আমীন।।
Renowned Islamic scholar Maulana #Syed_Jalaluddin_Umrai passes away
One of the leading figures of the Islamic movement in this subcontinent and noted Aalem-e-dwin Maulana Syed Jalaluddin Umari, former president of Jamaat-e-Islami Hind, and a renowned Islamic scholar, author of more than two dozen books, has passed away. He died at Al Shifa Hospital in New Delhi around 8.30 pm on Friday. Inna Lillahi Wa-inna Ilaihi Rajiun.
This great leader fought throughout his life for establishing Islam in this subcontinent. Unabated tortures and continuous persecution could not deter this indomitable Maulana from the path of Islamic ideals and movement. His death has brought deep grief and great sorrow to the global Islamic movement.
May Allah SWT forgive Maulana Umari, bestow rahmat upon him and grant him honor with the highest Ma’kam of Jannah.
May Allah SWT give patience to the beloved family members of Maulana Umari, his well-wishers, friends and colleagues to endure his death! Ameen!