বাংলাদেশ জামায়াতে ইসলমীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, মাজলুম জাতিকে জুলুমবাজদের হাত থেকে মুক্তির জন্য ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। রাসূল (সাঃ) এর আদর্শ বাস্তবায়নে আমাদেরকে সদা তৎপর থাকতে হবে। আমরা যদি জামায়াতবদ্ধভাবে দ্বীন কায়েম তথা দাওয়াত ইলাল্লাহ ও ইকামাতে দ্বীনের কাজ যথাযথভাবে আঞ্জাম দিতে পারি, তবে আমরা দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করতে পারবো। সাথে সাথে দেশের স্বাধীনতা ও জনগণের অধিকার রক্ষায় প্রকৃত পাহারাদারের ভূমিকা পালন করতে হবে।
সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার উদ্যোগে আয়োজিত ভার্চুয়ালী যুক্ত হয়ে এক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আমীরে জামায়াত উপরোক্ত কথা বলেন।
কুমিল্লা দক্ষিণ জেলার ভারপ্রাপ্ত আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে ও সেক্রেটারি ড. এ কেএম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দীকির পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য উপাধ্যক্ষ মু. আবদুর রব। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর জনাব কাজী দ্বীন মোহাম্মদ, সাবেক জেলা আমীর জনাব আবদুস সাত্তার, জেলা সহকারী সেক্রেটারি ডা. আবদুল মবিন ও মাহফুজুর রহমান প্রমূখ।
আমীরে জামায়াত প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন, যতক্ষণ পর্যন্ত মহান আল্লাহর দ্বীন তাঁর জমিনে প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ আমাদের সংগ্রাম আপোষহীনভাবে চলবে, ইনশাআল্লাহ। আমরা এ আন্দোলনে সামিল হয়েছি নিজের নাজাতের জন্য, গোটা দেশের মানুষের মুক্তির জন্য। নিছক দুনিয়ার কোন সাময়িক স্বার্থ হাসিলের জন্য আমরা এই আন্দোলনে সামিল হইনি। আল্লাহ তা’য়ালার দেওয়া বিধান কায়েমের জন্য আমরা কাজ করি। কুমিল্লা দক্ষিণ জেলা ইসলামী আন্দোলনের একটি উর্বর ময়দান। এ ময়দানের ২৭ লক্ষ মানুষের মাঝে দ্বীনের দাওয়াত পৌঁছাতে হবে। মানুষের কল্যাণে কাজ করতে হবে। মানুষের বিপদ ও কষ্টে পাশে দাঁড়াতে হবে। আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে মহান আল্লাহর সন্তষ্টি অর্জন। জামায়াতে ইসলামী দেশ ও জনগণের কল্যাণে কুরআনের সমাজ বিনির্মাণে আপোষহীনভাবে কাজ করে যাচ্ছে। দলমত নির্বিশেষে সকল মানুষের নিকট কুরআনের বাণী পৌঁছে দেওয়ার জন্য সদস্যদের প্রতি তিনি আন্তরিক আহবান জানান।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “আজকে বাংলাদেশ একটি অগ্নিগর্ভ ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। এখানে মানুষের কোন অধিকার নেই, কোন মূল্য নেই, নেই কোন বাচাঁর অধিকার। অত্যাচার, জুলুম-নির্যাতনের ক্ষেত্রভূমির নাম বাংলাদেশ। এখানে গণতন্ত্র নেই, নির্বাচন নেই, ভোটের অধিকার নেই ও মানুষের বসবাস করার কোন পরিবেশও নেই। বর্তমান অবৈধ, দালাল ও অমানবিক সরকারের পতন ঘটাতে আপনাদেরকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে। এ সরকারের অধিনে কোন নির্বাচন আমরা মানি না, মানবো না।”
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা এটিএম মা’ছুম বলেন, “জামায়াতের উদ্দেশ্য ও লক্ষ্য হচ্ছে- ইসলাম, ঈমান ও আক্বীদার আলোকে অবিচল থাকা। আমাদের সচেতনভাবে এ পথ পাড়ি দিতে হবে। নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি ও উন্নত আমলের অধিকারী হতে হবে। রুকনগণ সংগঠনের প্রথম সারির জনশক্তি হিসেবে আনুগত্য শৃঙ্খলার মডেলে নিজেকে গড়ে তুলে সমাজ পরির্তন করতে হবে। নিয়মিত দাওয়াতি কাজ করে মানুষের সুখে-দু:খে পাশে থেকে সকল প্রকার মুনাফিকী জীবন পরিহার করে নিজেদের নাজাতের জন্য কাজ করতে হবে।”