৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ভারত সফরে গেলে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। কুশিয়ারার পানি প্রত্যাহারের বিষয়ে যে সমঝোতা স্মারক সই হয়েছে, তাহলে কুশিয়ারাও কি পদ্মার মতো ভাগ্যবরণ করতে যাচ্ছে?
জাতির প্রশ্ন হলো- ৭টি চুক্তি স্বাক্ষরের মধ্যে দীর্ঘদিন যাবত ঝুলে থাকা তিস্তার ইস্যু সমঝোতা স্মারকে অন্তর্ভুক্ত হয়নি কেন? তিস্তা কোথায় হারিয়ে গেল? এর জবাব জনগণের কাছে অবশ্যই প্রধানমন্ত্রীকে স্পষ্ট করতে হবে। কারণ তিনি যেভাবেই হোক প্রধানমন্ত্রীর চেয়ারটি দখল করে রয়েছেন।
এছাড়াও যে সমস্ত বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, সে ব্যাপারে জনগণকে গভীরভাবে ভাবতে হবে।
Prime Minister’s India Tour: Why is Tista not in any MoU? Is Kushyiara going to face the fate of Padma?
A total of seven memorandums of understanding (MoUs) were signed during Sheikh Hasina’s visit to India. Those include an MoU on Kushiyara River too. Given the nature of the Kushiyara memorandum, we wonder if the Kushiyara River is also going to face the fate of Padma!
The nation is asking questions why those MoUs did not include the long overdue Tista water sharing deal, why Tista is missing. The prime minister must make these things clear before the nation, no matter how she grabbed the state power.
We also demand that whatever deals signed during Hasina’s tour of India be made public. We would also like to make a clarion call to the people of the country to deeply think over the deals signed with India by Hasina to see if those really serve the country’s interest.
See insights and ads
12Kমাওলানা ইমরান হোসাইন হাবিবী, মুহাম্মাদ রাশেদুল ইসলাম and 12K others
605 Comments
553 Shares