পঞ্চগড়ের বোদা উপজেলায় করোতোয়া নদীতে নৌকা ডুবে ২৪ জন নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান ২৫ সেপ্টেম্বর এক শোকবাণী প্রদান করেছেনঃ-
শোকবাণীতে তিনি বলেন, “২৫ সেপ্টেম্বর দুপুরের দিকে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় এক নৌকা ডুবিতে ২৪ জন মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮ শিশু, ১২ নারী ও ৪ পুরুষ রয়েছেন। আমি এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করছি। এই ভয়াবহ দুর্ঘটনায় মানুষের জানমালের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হবার নয়। আমি আশা করছি, এই সব স্বজনহারা পরিবার-পরিজন শীঘ্রই তাদের এ বিরাট শোক ও ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবেন। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং তাদের দ্রুত সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”