ইসলামী আন্দোলনের বিশ্ববিখ্যাত কিংবদন্তি আজীবনের মাজলুম আল্লামা ড. ইউসুফ আল কারযাভী রাহিমাহুল্লাহ মহান মাওলার ডাকে সাড়া দিয়ে দুনিয়ার সফর সমাপ্ত করে কিছুক্ষণ আগেই দুনিয়া ছেড়ে চলে গেছেন। দীর্ঘ জীবনে তিনি সর্বত্রই আলো ছড়িয়েছেন। কুরআন এবং সুন্নাহর আলোকে মৌলিক অনেকগুলো গ্রন্থের তিনি রচয়িতা ছিলেন। বিশ্ববিখ্যাত ইসলামী আন্দোলন ইখওয়ানুল মুসলিমীনের কার্যত প্রধান উপদেষ্টার দায়িত্বই তিনি পালন করেছেন।
প্রসিদ্ধ একজন শিক্ষক হিসেবে তাঁর হাতে অসংখ্য দাঈ ইলাল্লাহ, ইসলামী স্কলার এবং দ্বীন প্রতিষ্ঠার সুযোগ্য নেতা-কর্মী গড়ে উঠেছেন। আরব জাহানের গন্ডি অতিক্রম করে সারা বিশ্বে তাঁরা ছড়িয়ে আছেন। তিনি ছিলেন মাজলুম মুসলমানদের হৃদয়ের বন্ধু এবং জুলুমের বিরুদ্ধে আপোষহীন কন্ঠ। তিনি তাঁর কর্মের মাধ্যমে যুগ যুগ ধরে বিশ্বের কোটি কোটি মুক্তি পাগল মসুলমানদের অন্তরে বেঁচে থাকবেন।
আল্লাহ রাব্বুল আলামীন তাঁর এ গোলামের আজীবনের সমস্ত নেক আমলগুলো কবুল করুন, মানবিক ত্রুটি বিচ্যুতিগুলো মেহেরবানী করে ক্ষমা করুন এবং এখন থেকে তাঁর যে দীর্ঘ সফর শুরু হলো, এ সফরে আল্লাহ রাব্বুল আলামীন তাঁর রহমতের ফিরিস্তাদেরকে তাঁর খালেছ গোলাম আল্লামা ড. ইউসুফ আল কারযাভী রাহিমাহুল্লাহ এর সঙ্গী বানিয়ে দিন। চূড়ান্ত পুরষ্কার হিসেবে আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন।
মরহুমের পরিবার, প্রিয়জন, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদেরকে আল্লাহ রাব্বুল আলামীন সবরে জামিল আতা করুন। আমীন।।
Prominent voice of Islam Allama Dr. Yusuf al-Qaradawy ends his earthly life
Prominent voice of Islam of our time Allama Dr. Yusuf al-Qaradawy Rahimahullah, who has endured repressions in his whole life, has passed away, ending his 96-year earthly life journey.
Allama Qaradawy was the most influential Islamic public intellectual of this time. Throughout his life, this Egyptian scholar relentlessly worked to spread the light of Quran across the globe. He authored dozens of books in light of Quran and Sunnah. He essentially played the role of chief advisor for the famous Islamic movement Ikhwanul Muslimin (Muslim Brotherhood).
As a famous teacher, he trained numerous Dayee Illallah, Islamic scholars and workers of Islamic movement who later spread across the world taking Allama Qaradawy’s teachings beyond the border of Arab peninsula. He was a friend of all repressed Muslims, and was a relentless voice against the repression. He, with his work, will live for long in the hearts of millions of emancipation-seeking Muslims around the world.
May Allah Rabbul Alamin accept all of the good deeds of Allama Qaradawy, forgive his mistakes, sins and reward him with Jannatul Ferdous. We also pray to the Almighty Allah SWT for granting angels of Rahmat as the constant companions for this sincere servant of Allah SWT in his barzakh life (journey to the judgment day).
May Allah SWT also give patience to the family members of Allama Qaradawy, his colleagues, and well-wishers to endure his death!