বুকভরা গভীর বেদনা এবং বিস্ময় নিয়ে লক্ষ্য করছি, গেলো ক’দিন ধরে রাজধানীর ঐতিহ্যবাহী ইডেন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ নিয়ে নানা রকম তথ্য, সংবাদ এবং নিপীড়িত মেয়েদের বক্তব্য নিয়ে নানা ধরনের আলোচনা এবং সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। সবাই যার যার দৃষ্টিকোণ থেকে বিষয়টা বিবেচনায় নিয়ে নিজের অভিব্যক্তি প্রকাশ করছেন।
লক্ষ্যনীয় বিষয়, রাজধানীর এ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটিতে পড়তে আসা মফস্বলের ছাত্রীরাই মূলত বাধ্য হয়ে ছাত্রী হলে থাকেন। তাদের এ অসহায়ত্বের সুযোগ নিয়ে চরিত্রহীন দুস্কর্মের সারথি ছাত্রী নামের কিছু কলঙ্ক, ক্ষমতার অপরাজনীতির ছত্রছায়ায় এই দুস্কর্মগুলো বছরের পর বছর চালিয়ে আসছে। এবারকার মতো আত্মসীকৃত না হলেও অতীতেও এ নিয়ে কথা হয়েছে। কিন্তু কেউ তার কোন প্রতিকার করেনি। আর করবেই বা কিভাবে, যেখানে ছাত্রলীগ নেত্রীরা নিজের মুখেই বলছে, অসহায় মেয়েদেরকে অবৈধ লালসা পূরণের জন্য নেতৃবৃন্দের বাসায় পাঠানো হতো। অর্থাৎ সর্ষের মধ্যেই ভূত!
বিনয়ের সাথে সকল মহলকে আন্তরিকভাবে অনুরোধ করবো, কেউ যেনো নির্যাতিত মেয়েগুলোর ব্যাপারে কোন নেতিবাচক মন্তব্য বা চর্চা না করেন। এমন কাজ করলে নিঃসন্দেহে সেটা হবে মানবতা ও মনুষ্যত্ব বিরোধী কাজ। আমাদের সম্মিলিত ভূমিকা হোক, ইডেন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজসহ দেশের সর্বত্র এ দুষ্টু চক্রকে বিতাড়িত করে শিক্ষা প্রতিষ্ঠানের পবিত্র অঙ্গনকে মুক্ত করা।
মহান রাব্বুল আলামীন সকলকে শুভ বুদ্ধি দান করুন। নাগরিক হিসেবে নিজের নৈতিক দায়িত্ব পালনে সকলকে এগিয়ে আসার তাওফিক দান করুন। আমীন।।