বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ উপজেলা শাখার উদ্যোগে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর মেরামত কার্যক্রম পরিদর্শন উপলক্ষ্যে এক মতবিনিময় সভা বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়নের প্রতাপপুর পয়েন্টে অনুষ্ঠিত হয়। উক্ত ঘর মেরামত পরিদর্শনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জননেতা ডা. শফিকুর রহমান।
বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর আব্দুল কাঈয়ূমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা দক্ষিণের আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান, সেক্রেটারি নজরুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা ফারুক আহমদ, সহকারী সেক্রেটারি ও ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, সহকারী সেক্রেটারি গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নাজমুল ইসলাম, সিলেট জেলা দক্ষিণের মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য এডভোকেট সুলাইমান আলী, বিশ্বনাথ পৌরসভা জামায়াতের আমীর মাষ্টার ইমাদ উদ্দিন, নায়বে আমীর ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, সেক্রেটারি মতিউর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট জেলা পশ্চিমের সভাপতি সাহার বিন সামাদ, ছাত্রনেতা গিয়াস উদ্দিন সাদী, তোফায়েল আহমেদ, রিয়াজ উদ্দিন, আমিম আহমদ, জামায়ত নেতা বাবুল মিয়া, আব্দুল মুকসিত আখতার, আসিকুর রহমান, আব্দুল মালিক, আব্দুল আলী ও জাহেদুর রহমান প্রমুখ।
আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বিশ্বনাথ উপজেলা জামায়াতের উদ্যোগে বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়নের ১নং ওয়ার্ডের কুমারপাড়া গ্রামে ও ৪নং রামপাশা ইউনিয়নের রামপাশা গ্রামে মেরামতকৃত ঘরগুলো পরিদর্শন করেন এবং প্রথম দফায় বিশ্বনাথ উপজেলা জামায়াতের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২৬টি ঘর মেরামত করা হয়।