বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর অসুস্থতার খোঁজ-খবর নিতে তাঁর বাড়িতে যান আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান।
এ সময় আমীরে জামায়াত মহান রাব্বি কারিমের দরবারে তাঁর জন্য দোয়া-মোনাজাত করেন। মোনাজাতে তিনি বলেন, “ হে আরশের মালিক! আপনি আপনার এই প্রিয় গোলামের প্রতি রহম করুন, তাঁকে ক্ষমা করুন, অসুস্থতার নিয়ামতকে সুস্থতার নিয়ামতে পরিণত করে দিন এবং তাঁকে তাইয়্যিব হায়াত দান করুন।“
উল্লেখ্য অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী দীর্ঘদিন যাবত জটিল রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করিয়ে এখন নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
আমীরে জামায়াতের সাথে উপস্থিত ছিলেন, সিলেট মহানগরী জামায়াতের আমীর জনাব মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট জেলা উত্তরের আমীর হাফিজ মাওলানা আনোয়ার হোসাইন খান, সিলেট জেলা দক্ষিণের সহকারী সেক্রেটারি ও ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন প্রমুখ।