ভ্রাতৃপ্রতিম দেশ মালয়েশিয়া। সম্প্রতি সাধারণ নির্বাচনের পর মালয়েশিয়ার সম্মানিত রাজা কর্তৃক জনাব আনোয়ার ইব্রাহিমকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে। নতুন প্রধানমন্ত্রীকে অন্তরের অন্তস্থল থেকে অভিনন্দন জ্ঞাপন করছি।
আল্লাহ রাব্বুল-আলামীন তাঁকে সুস্থ জীবন এবং জাতির কল্যাণে কাজ করার তাওফিক দান করুন। তাঁর নেতৃত্বে মালয়েশিয়া স্থিতিশীল ও জনকল্যাণমূলক শাসন এবং উন্নতি ও অগ্রগতির দিকে এগিয়ে যাক এ প্রত্যাশা ব্যক্ত করছি। তিনি যেন সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ একটি মালয়েশিয়া গঠন করতে পারেন আল্লাহ তা’য়ালা তাঁকে সেই তাওফিক দান করুন।
অস্থির এ বিশ্বে তাঁর নেতৃত্বে বেইনসাফ-জুলুমের অবসান এবং বিশ্ব রাজনীতিতে স্থিতিশীলতা অর্জনে কার্যকর ভূমিকা পালন করতে পারেন মহান আল্লাহ তাঁকে এমনটি সাহায্য করুন, আমীন।
Malaysia is our brotherly country. After the election, Honorable Malaysian King declared Mr. Anwar Ibrahim the prime minister of Malaysia. We congratulate the new prime minister from the core of our hearts.
May Allah SWT grant him a healthy life and bestow him with necessary strength and ability to work for the welfare of the people of the country. We hope Malaysia will prosper under his prudent leadership with a stable and welfare-oriented rule. May Allah SWT give him the ability and opportunity to work with all to build a united and strong Malaysia.
May Allah SWT give him the ability and opportunity so that his leadership can bring an end to the injustice and repressions that this troubled world is facing and can play an effective role to bring stability in the global politics.