গেল কয়েকদিন ধরে দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডসহ আরো কয়েকটি ইসলামী ব্যাংকের ব্যাপারে বিভিন্ন সংবাদ প্রচারিত হচ্ছে। এ সংবাদগুলোতে অনেকগুলো উদ্বেগজনক খবর উঠে এসেছে। কার্যতঃ ক্ষমতার জোরে ডাকাতির কায়দায় ২০১৭ সালে একটি অপশক্তি ব্যাংকের কর্তৃত্ব জোর করে হাতে নেয় এবং সেই থেকে ব্যাংকটাকে লুটপাট করে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগে যায়। এ প্রক্রিয়ার সাথে ব্যাংকে চাকুরীরত কোন ব্যক্তি যদি তার ব্যক্তি স্বার্থে অসৎ কাজের সঙ্গী হয়ে থাকেন তিনিও সমভাবে দোষী।
এ ব্যাংকটাতে যারা কর্মকর্তা-কর্মচারি হিসেবে সেবা দিয়ে আসছেন, তাদের বেশির ভাগ লোকই মানসিক কষ্টে রয়েছেন। তারা তাদের ওপর অর্পিত আমানত বা দায়িত্ব আমানতদারির সাথেই পালন করছেন বলে আমাদের বিশ্বাস। ২০১৭ সালের পর কিছু অযোগ্য লোকদের জোর করে এ ব্যাংকে চাকুরী দেয়া হয়েছে। নীতি-নৈতিকতা, বাস্তবতা এবং যোগ্যতার কোন ধার তারা ধারেনি। এরা ব্যাংকের জন্য সম্পদ নয় বরং জঞ্জাল। দেশবাসী এ দখলদার অপশক্তি এবং এরকম যারা ব্যাংকের জন্য আপদ তাদের থেকে এ ব্যাংকটাকে মুক্ত দেখতে চায়।
এক ডাকাতের হাত থেকে আরেক ডাকাতের হাতে ব্যাংকের মালিকানা বদল হোক ব্যাংকের প্রকৃত বিনিয়োগকারী এবং ডিপোজিটররা এটা কোনভাবেই মেনে নিবেন না। এ ব্যাংক বিনিয়োগকারী এবং ডিপোজিটরদের কাছে তাদের সন্তানতূল্য। তাই সমন্বিত লড়াইয়ের মাধ্যমে এ ব্যাংকটাকে যথাযথ অবস্থায় ফিরিয়ে আনতে হবে, ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, দখলদার ব্যাংক ডাকাতরা বাংলাদেশ থেকে কল্যাণমূলক ধারার ইসলামী ব্যাংকিং ব্যবস্থাকেই ধ্বংস করার ষড়যন্ত্রে নেমেছে। তাদের ষড়যন্ত্রে পা দেয়া যাবে না।
আর যারা কারসাজির মাধ্যমে রাতারাতি ব্যাংকের শেয়ার ক্রয় করে আঙ্গুল ফুলে কলাগাছ বনেছেন, তাদেরকে অবশ্যই জবাবদিহি করতে হবে। এ জন্য ব্যাংকের সকল বিনিয়োগকারী, সুধী-সুভানুধ্যায়ী ও ব্যাংকের প্রকৃত মালিকদের প্রয়োজন সুদৃঢ় ঐক্য। অনুগ্রহ করে এ ব্যাংকের সাথে সংশ্লিষ্ট কেউ কোন অস্থিরতায় ভুগবেন না, চাপের কাছে নতি স্বীকার করবেন না এবং ধৈর্যহারা হবেন না।
আল্লাহ তা’য়ালার ওপর গভীর তাওয়াক্কুল, বুকে হিম্মত এবং সমন্বিত উদ্যোগ ও কর্মসূচির মাধ্যমে প্রিয় দেশবাসীকে সাথে নিয়ে সঠিক গন্তব্যে পৌঁছার চেষ্টা করতে হবে, ইনশাআল্লাহ। এ ব্যাংকটির প্রতি দেশের আপমর জনতার গভীর ভালোবাসা রয়েছে এবং ব্যাংকের প্রকৃত মালিকদের এ উদ্যোগে তাঁরা দেশবাসীকে পাশে পাবেন, ইনশাআল্লাহ।
অতএব কোন অপশক্তির কাছে আত্মসমর্পণ নয়। দেশ-বিদেশ থেকে একসাথে এ প্রতিবাদী আওয়াজ উঠুক। মহান আল্লাহ আমাদের সহয় হোন। আমীন।।
-আমিও আপনাদের মতো প্রিয় ব্যাংকের একজন ক্ষুদ্র বিনিয়োগকারী