বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ও বিশিষ্ট সমাজসেবক ক্বারী মোস্তফা জামাল বার্ধক্যজনিত কারণে ১৪ এপ্রিল রাবিবার রাত ১টা ১৮ মিনিটে ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ৩ পুত্র ও ৩ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ১৪ এপ্রিল সকাল ১০টায় কালিয়াকৈর ইব্রাহিমিয়া দারুল উলুম হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
শোক সংবাদ-২
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়ন জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি মোছাঃ নাজমা বেগম ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে ১৪ এপ্রিল দুপুর ১ ঘটিকায় ৫২ বছর বয়সে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্বামী ও ২ পুত্রসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ১৪ এপ্রিল বাদ এশা জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
শোক সংবাদ-৩
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর পৌরসভার সাবেক বাইতুলমাল সেক্রেটারি মাওলানা আবু হানিফ ব্রেইন স্ট্রোক করে গত ১১ এপ্রিল ৪৭ বছর বয়সে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। জানাজা শেষে তাকে ইমামবাড়ি কবরস্থানে দাফন করা হয়েছে।
শোকবাণী
বিশিষ্ট সমাজসেবক ক্বারী মোস্তফা জামাল ও মাওলানা আবু হানিফ এবং মোছাঃ নাজমা বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ১৭ এপ্রিল এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, মাওলানা আবু হানিফ, বিশিষ্ট সমাজসেবক ক্বারী মোস্তফা জামাল ও মোছাঃ নাজমা বেগমের ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের ৩ জন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তাঁরা ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁদের অনেক অবদান রয়েছে। আমি তাঁদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।
শোকবাণীতে তিনি আরো বলেন, তাঁদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তাঁদের কবরকে প্রশস্ত করুন। তাঁদের গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁদের জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁদের শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।