ইরানের প্রেসিডেন্ট জনাব ইব্রাহিম রইসিকে বহনকারী হেলিকপ্টার পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়েছিলো গতকাল রবিবার। তবে হেলিকপ্টারটি ঠিক কোথায় বিধ্বস্ত হয়েছিলো সেটা চিহ্নিত করা যাচ্ছিলো না। অবশেষে দুর্ঘটনার প্রায় ১৬ ঘণ্টা পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বাংসাবশেষের সন্ধান মিলেছে। তবে প্রেসিডেন্ট রইসি, দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদোল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতি কেউই আর বেঁচে নেই। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…।
আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা তাঁর এই গোলামদেরকে ক্ষমা করুন, তাঁদের ওপর রহম করুন এবং তাঁদেরকে শহীদি মর্যাদা দিয়ে সম্মানিত করে জান্নাতের উঁচু মাকাম দান করে অপরিসীম নিয়ামতে সিক্ত করুন।
তাঁদের পরিবার-পরিজন, শুভাকাঙ্ক্ষী ও ইরানের জনগণকে আল্লাহ রাব্বুল আলামীন সবরে জামিল দান করুন। আমীন।।
Source:
ফেসবুক স্ট্যাটাস লিঙ্ক