ঘূর্ণিঝড় রিমালের ছোবলে ও জোয়ারের পানি বিপদসীমা অতিক্রম করে দেশের দক্ষিণাঞ্চলের ১৯টি জেলায় এ পর্যন্ত ১৬ জন মানুষ নিহত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৭ লক্ষ ৫৮ হাজার লোক। সম্পূর্ণ ও আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে প্রায় ১ লক্ষ ৫০ হাজার ৪৭৫টি বাড়িঘর। প্রায় তিন কোটি মানুষ বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। একমাত্র বাগেরহাট জেলায় মাছের ২২ হাজার ঘের পানিতে তলিয়ে গিয়েছে। ১৫ হাজার মোবাইল ফোন টাওয়ার বন্ধ হয়ে গিয়েছে। খোলা আকাশের নিচে বসবাস করছে লক্ষ লক্ষ লোক। সাতক্ষীরা, পটুয়াখালী, কক্সবাজারের ২০০ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙ্গে গিয়েছে। গাছপালা উপড়ে পড়েছে। অসংখ্য জমির উঠতি ফসল নষ্ট হয়েছে। বিপুল পরিমাণ হাঁস-মুরগি, গরু-মহিষ-ছাগল পানিতে ভেসে গিয়েছে।
এ কঠিন পরিস্থিতিতে আমাদের বসে থাকার সুযোগ নেই। একটি মানবিক সংগঠনের দায়বদ্ধতা থেকে আমরা আমাদের সর্বোচ্চ সামর্থ নিয়ে বিপন্ন মানুষের পাশে দাড়াবার চেষ্টা করছি।
এ পরিস্থিতিতে প্রধান দায়িত্ব সরকারের উপরেই বর্তায়। সরকারের উচিত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো।
আমরা দেশের হৃদয়বান ও সামর্থবানদের বিপন্ন এ মানুষগুলোর সাহায্যে যার যার জায়গা থেকে এগিয়ে আসার জন্য আন্তরিক আহবান জানাচ্ছি।
ঘূর্ণিঝড় রিমালের আঘাতে এই ভয়াবহ ক্ষয়ক্ষতি পুষিয়ে উঠতে মহান আল্লাহ ক্ষতিগ্রস্ত জনগণকে সাহায্য করুন। আমীন।।
Source:
ফেসবুক স্ট্যাটাস লিঙ্ক