ইরানের রাজধানী তেহরানে “জায়নবাদী গুপ্ত হামলার” শিকার হয়ে নিহত হয়েছেন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল আবদেল সালাম হানিয়ে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বুধবার এক বিবৃতিতে গণমাধ্যমকে জানায় সংগঠনটি। হামাস বলছে, মঙ্গলবার ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেয়ার পর তিনি গুপ্তহত্যার শিকার হন।
এই হামলাটা ছিলো কাপুরুষোচিত এবং মানবতার দুশমনরাই একাজ করেছে বলে আমরা বিশ্বাস করি। তাঁর হত্যাকান্ডের মধ্য দিয়ে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, মহান রবের দরবারে দোয়া করি- আল্লাহ তায়ালা যেন সেই শূন্যতা অতি দ্রুত পূরণ করে দেন।
ফিলিস্তিন এবং গাজার মজলুম জনগণের মুক্তি সংগ্রামের এই অবিসংবাদিত নেতা তাঁর জীবনে যে বিশাল দায়িত্ব আঞ্জাম দিয়েছেন, ইতিহাসের পাতায় তাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইনশাআল্লাহ।
মহান আল্লাহর দ্বীন ইসলামের পথ কখনো কুসুমাস্তীর্ণ নয়। চ্যালেঞ্জ, বাঁধা, শাহাদাত এগুলো অতিক্রম করেই মানবতার মুক্তি এবং দ্বীন ইসলামের প্রতিষ্ঠা ইনশাআলাহ তার মঞ্জিলে মকসুদে পৌছে যাবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা তাঁর এই গোলামকে ক্ষমা করুন, তাঁর ওপর রহম করুন এবং তাঁকে শহীদি মর্যাদা দিয়ে সম্মানিত করে জান্নাতের উঁচু মাকাম দান করে অপরিসীম নিয়ামতে সিক্ত করুন।
তাঁর পরিবার-পরিজন, সহকর্মীবৃন্দ এবং গাজা ও ফিলিস্তিনের মজলুম জনগণকে আল্লাহ রাব্বুল আলামীন সবরে জামিল আতা করুন। আমীন।।
Source:
ফেসবুক স্ট্যাটাস লিঙ্ক