গ্রেট ব্রিটেনের লেবার পার্টির নেতা মি. কিয়ার স্টারমার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ৮ জুলাই নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেন:
“গ্রেট ব্রিটেনের লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আমার ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাঁকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমি আশা করি তিনি বিশ্বে বিরাজমান বিভিন্ন সমস্যার শান্তিপূর্ণ সমাধানের ব্যাপারে অত্যন্ত বলিষ্ঠ ও ন্যায়সঙ্গত ভূমিকা পালন করবেন।
বাংলাদেশসহ সারা বিশ্বে গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠা ও মানবাধিকার সমুন্নত রাখার ব্যাপারে তাঁর বলিষ্ঠ ভূমিকা আমরা আশা করি।
আমি তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং তাঁর পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।”