ছাত্রসমাজের বৈষম্যবিরোধী শান্তিপূর্ণ আন্দোলন সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ৫ আগস্ট এক বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, “গত জুলাই মাস থেকে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন চলে আসছে। ইনশাআল্লাহ ছাত্রসমাজের এই আন্দোলন এখন বিজয়ের দ্বারপ্রান্তে। চলমান এই আন্দোলনের প্রতি ইতোমধ্যেই দেশের সর্বস্তরের জনগণ, সকল শ্রেণি-পেশার মানুষ পূর্ণ একাত্মতা ঘোষণা করেছেন। দেশপ্রেমিক ছাত্র-জনতার এই ঐক্য নতুন ইতিহাসের জন্ম দিয়েছে। চলমান এই আন্দোলনে শতশত ছাত্র-জনতা জালিমদের হাতে নিহত হয়েছেন। আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং মাগফিরাতের জন্য মহান রবের নিকট দোয়া করছি- তিনি যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন। তাদের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।
তিনি আরও বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আজ ৫ আগস্ট ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি একটি নতুন মাইলফলক সৃষ্টি করবে, ইনশাআল্লাহ। ছাত্র-জনতার এই কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার লক্ষ্যে আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রিয় সহকর্মীবৃন্দ এবং মুক্তিকামী সম্মানিত দেশবাসীকে ঝাঁপিয়ে পড়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। মহান আল্লাহ তাআলা আমাদের সহায় হোন। মজলুমদের বিজয় সুনিশ্চিত, ইনশাআল্লাহ।”