বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সভাপতি, দৈনিক সংগ্রাম-এর চীফ রিপোর্টার, বীর মুক্তিযোদ্ধা ও বরেণ্য মজলুম সাংবাদিক জনাব রুহুল আমিন গাজী অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুনিয়ার সফর শেষ করে মহান মাওলার ডাকে সাড়া দিয়ে ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…।
জনাব রুহুল আমিন গাজী দেশের একজন খ্যাতিমান সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি দীর্ঘদিন যাবত সাংবাদিক সমাজে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি তার লেখনি এবং বক্তব্য-বিবৃতির মাধ্যমে দেশে আইনের শাসন, গণতন্ত্রের বিকাশ এবং সত্য প্রতিষ্ঠার একজন অকুতোভয় সৈনিক ছিলেন। দেশের সকল গণতান্ত্রিক আন্দোলন এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে তাঁর ভূমিকা জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে। বিগত ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়ে তাকে দীর্ঘদিন কারাবরণ করতে হয়েছিল। তারপরও তিনি সত্যের পক্ষে লেখনি চালিয়ে গেছেন। মজলুমের পাশে দাঁড়াতে তিনি কখনো কুণ্ঠাবোধ করেননি। মজলুমের পক্ষে তাঁর লড়াই স্মরনীয় হয়ে থাকবে। তাঁর শূন্যতা সহজে পূরণ হবার নয়। তাঁর ইন্তিকালে আমরা একজন দেশপ্রেমিক, অকুতোভয় ও মেধাবী সংবাদিক নেতাকে হারালাম।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁকে ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন।
মরহুমের পরিবার-পরিজন, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের আল্লাহ পাক রাব্বুল আলামীন সবরে জামিল আতা করুন। আমীন।।
Source:
ফেসবুক স্ট্যাটাস লিঙ্ক