৮ ডিসেম্বর রবিবার বেলা ৩.৩০ মিনিটে বৃটিশ হাই কমিশনার মান্যবর মিস. সারাহ কুকের সাথে তাঁর বাংলাদেশস্থ বাস ভবনে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান। এসময় বৃটিশ হাই কমিশনারের সাথে উপস্থিত ছিলেন বৃটিশ হাই কমিশনের পলিটিক্যাল হেড মি. টিম ডুকেট।
সাক্ষাৎকারটি অত্যন্ত হৃদ্যতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎকালে ভবিষ্যতে যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
আমীরে জামায়াতের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব যোবায়ের ও প্রফেসর ড. মাহমুদুল হাসান চৌধুরী প্রমুখ।
Discussion about this post