ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ১২ মে এক শোকবাণী প্রদান করেছেন।
“ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও নেজামে ইসলাম পার্টির সভাপতি, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল লতিফ নেজামীর ইন্তিকালে আমি গভীর শোক প্রকাশ করছি।
বাংলাদেশে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার আন্দোলনে তিনি তার অবস্থান থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান হিসেবে ২০ দলীয় জোটের সাথে থেকে বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের ন্যায্য ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার এ ভুমিকা স্বরণীয় হয়ে থাকবে। সাহিত্য-সাংবাদিকতার ময়দানেও তার পদচারণা ছিল। ‘দৈনিক সরকার’ নামে তিনি একটি পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন।
মহান আল্লাহ তায়ালা তার সকল খেদমত কবুল করুন ও তার ভুল-ত্রুটিসমূহ ক্ষমা করে দিন। তাকে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মাকাম দান করুন।
আমি তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তায়ালা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।”