জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের যাত্রাবাড়ি উত্তর থানার প্রবীণ সদস্য (রুকন) বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা হারুন-অর-রশিদ ৭০ বছর বয়সে ২১ মে দিবাগত রাতে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী ও ২ পুত্রসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ২২ মে সকাল সাড়ে ৯টায় আদর্শ নগর জামে মসজিদে সালাতে জানাযা শেষে তাকে মোহাম্মাদপুরের বসিলায় দাফন করা হয়েছে।
শোকবাণী
মাওলানা হারুন-অর-রশিদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ২২ মে ২০২০ এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, মাওলানা হারুন-অর-রশিদের ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ ব্যক্তিকে হারালাম। তিনি ইসলামী আন্দোলনের প্রচার-প্রসারে অনেক অবদান রেখে গিয়েছেন। মহান আল্লাহ তার খেদমতসমূহ কবুল করে তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।