পাকিস্তানে মর্মান্তিকভাবে বিমান বিধ্বস্ত হয়ে ১০৭ জন লোক নিহত হওয়ায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ২৩ মে এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, গত ২২ মে পাকিস্তানের সিন্ধু প্রদেশের করাচিতে ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে। মর্মান্তিক এ বিমান বিধ্বস্তের ঘটনায় ১০৭ জন লোক নিহত হয়েছেন। আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এ দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করছি। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। দুর্ঘটনায় নিহতদের পরিবার-পরিজন ও সে দেশের জনগণের সাথে আমরাও অত্যন্ত বেদনাহত ও মর্মাহত।
আমরা আশা প্রকাশ করছি বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারকে উপযুক্ত সহায়তা প্রদান করে পাকিস্তান সরকার তাদের পাশে থাকবেন এবং পাকিস্তাানের সরকার ও জনগণ সহজেই এ শোক কাটিয়ে উঠতে সক্ষম হবেন ইনশাআল্লাহ।