গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাষ্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর আরোগ্য কামনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
২৭ মে প্রদত্ত এক বিবৃতিতে তিনি বলেন, “গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি দেশের মানুষের চিকিৎসাসেবা দেয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে করোনার কিট আবিস্কার করেছেন। অবশেষে তিনি নিজেও করোনা ভাইরাসে আক্রান্ত। ইউরোপ আমেরিকার মত দেশগুলো তার আবিস্কৃত কিট পরীক্ষা করার অমুমোদন দিলেও বাংলাদেশ সরকার এখনো তার কিট পরীক্ষা করার অনুমোদন দেয়নি। জনগণের মনে জিজ্ঞাসা কী অজ্ঞাত কারণে সরকার এখনো কিট পরীক্ষার অনুমতি দেয়নি?
আমি মহান আল্লাহর কাছে করোনা ভাইরাসে আক্রান্ত ডা. জাফরুল্লাহ চৌধুরীর জন্য দ্রুত সুস্থতা কামনা করছি।”