বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রকাশনা বিভাগের স্টাফ এবং কেন্দ্রীয় ইউনিটের সদস্য (রুকন) জনাব আতাউর রহমান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৭ মে সন্ধ্যা ৭টায় ৬৩ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ২৮ মে বেলা পৌণে ১টায় মীরপুরের রায়েরবাজার কবরস্থানে সালাতে জানাযা শেষে তাকে সেখানেই দাফন করা হয়েছে।
শোকবাণী
জনাব আতাউর রহমানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ২৮ মে ২০২০ এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, জনাব আতাউর রহমান দীর্ঘ দিন যাবত কেন্দ্রীয় প্রকাশনা বিভাগে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি অত্যন্ত ন¤্র-ভদ্র ও সাদা মনের মানুষ ছিলেন। তিনি সহজ-সরল জীবন-যাপন করতেন। আমি তার মৃত্যুতে শোক প্রকাশ করছি এবং মহান আল্লাহর নিকট দোয়া করছি তিনি যেন তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মাকাম দান করেন।
জনাব আতাউর রহমানের অসুস্থ স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামীন দ্রুত সুস্থতা দান করুন এবং তার পরিবার-পরিজনকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।
অপর এক শোকবাণীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বলেন, আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ ব্যক্তিকে হারালাম। আল্লাহ তায়ালা জনাব আতাউর রহমানের জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।