রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী খড়খড়ি গ্রামের মরহুম মাস্টার রেফাকাত আলীর জ্যেষ্ঠ পুত্র কুখণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাস্টার হাসিনুর রহমান ত্বহা ৫০ বছর বয়সে ২৪ জুলাই সকালে অসুস্থ হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সকাল সাড়ে ৭টায় ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি মাতা, স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ২৪ জুলাই বিকাল সাড়ে ৩টায় খড়খড়ি উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
শোকবাণী
মাস্টার হাসিনুর রহমান ত্বহার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ২৪ জুলাই ২০২০ এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, মাস্টার হাসিনুর রহমান ত্বহা ছিলেন সত্যিকার অর্থেই একজন ইসলাম প্রিয় ব্যক্তি। তিনি ও তার পরিবার ইসলামী আন্দোলনের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। তার দরদি মন ছিল ইসলামী আন্দোলনের জন্য ব্যাকুল। তিনি মানুষের কল্যাণে সদা তৎপর ছিলেন। ছাত্র ও যুবকদের জন্য তিনি ছিলেন একজন অভিভাবক। তার ইন্তিকালে রাজশাহীবাসী একজন দরদী বন্ধু হারাল। আমি তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন তার সকল খেদমত মঞ্জুর করে তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন।
শোকবাণীতে তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন। আমীন।