তুরস্কের একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৮ জন নিহত ও ১৭ জন গুরুতর আহত হয়েছেন। খনির ৩০০ মিটার গভীরে যখন এই ভয়াবহ বিস্ফোরণটি হয়, তখন তাতে ১১০ জন কর্মী কাজ করছিলো বলে জানা যায়। এদের মধ্যে ৪৯ জন অত্যন্ত ঝুঁকিপূর্ণ অংশে ছিল। উদ্ধাকারীরা অনেককে উদ্ধার করেছে।
তুরস্কের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে এতো সংখ্যক মানুষের হতাহতের ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। মহান রবের দরবারে বিগলিত চিত্তে দো’য়া করি, রাব্বুল ইজ্জত যেন নিহত ঈমানদার মানুষগুলোকে মেহেরবানী করে শহীদ হিসেবে কবুল করেন।
নিহতদের পরিবার ও প্রিয়জনদেরকে আল্লাহ তা’য়ালা ধৈর্য্য ধরার তাওফিক দান করুন। আহতদেরকে আল্লাহ পাক দ্রুত ও পূর্ণ সুস্থতা দান করুন।
মহান রাব্বুল আলামিন যেন তুরস্ক সরকারকে বিপন্ন এ মানুষ ও পরিবারগুলোর পাশে দাঁড়ানোর তাওফিক দেন এবং এ ক্ষতি পুষিয়ে উঠার সক্ষমতা দান করেন। আমীন।।
Deeply shocked, sympathetic at the deaths of coal mine explosion in #Turkey
At least 41 people were killed and dozens of others became injured in an explosion in a coal mine in Turkey’s northern Bartin province on Friday. Some 110 people were working in the mine when the blast occurred 300 meter below the surface.
We are deeply shocked at the death and injury of a large number of people in the explosion. We fully share the grief, express our condolences to the families and loved ones of the victims, to the entire Turkish people, and wish recovery to the victims.
From the core of our hearts, we pray to the Almighty Allah Rabbul-Izzat accept those believers killed in the explosions as Shahids. We also pray to Allah SWT for the early recovery of those who were injured in the explosion. May Allah SWT grant strengths and resilience upon the Turkish government to stand by the families of the victims and to recover from the huge loss caused by the explosion! Ameen!