যুগ যুগ ধরে রাষ্ট্রীয় সন্ত্রাস, ধর্মীয় ও মানবতাবিরোধী কাজ ফিলিস্তিনের জনগণের উপরে চলে আসছে। পবিত্র রামাদানুল কারীমে নামাজরত মুসল্লীদের উপর এ ধরনের কাপুরুষোচিত হামলা নিঃসন্দেহে জঘন্য রাষ্ট্রীয় সন্ত্রাস।
এ ব্যাপারে মুসলিম বিশ্ব তো অবশ্যই বিশ্বের প্রতিটি বিবেকবান মানুষ এবং দেশের সোচ্চার হওয়া উচিত।
আর কত রক্ত ঝরলে বিশ্ব সম্প্রদায়ের হুশ ফিরে আসবে। করোনা ভাইরাসের এই বৈচিত্র্যময় কঠিন অবস্থা দেখেও কি মানুষের চোখ খুলবে না? মানবতার মৃত্যু নয়, মানবতা পুনরায় জেগে উঠুক এটাই কামনা। তবে আল্লাহ তা’য়ালার উপরেই আমাদের একমাত্র ভরসা।
What more blood is needed to bring back humanity…
For decades, the Palestinians have been experiencing state sponsored terrorism and crimes against humanity. It is really cowardice to make such attack against the Muslims, who are in prayer during the holy month of Ramadan.
Every people with good conscience and all peaceful countries should raise their voice against these atrocities.
When will the global conscience will emerge? They are remaining indifferent even after watching the adversities of corona virus. We do not want to see anymore death. Rather, we want to see the revival of spirit of humanity and human values. We are always dependent to Almighty Allah and seeking His assistances and blessings.