ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় তিতাস নদীতে যাত্রীবাহী ও বালুবোঝাই দুটি ট্রলারের সংঘর্ষে ২২ জনের লাশ উদ্ধার এবং অর্ধশতাধিক লোক নিখোঁজ হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ২৮ আগষ্ট এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, “২৭ আগষ্ট বিকেল সাড়ে ৪টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী ট্রলার সদর উপজেলার আনন্দবাজার ঘাটের উদ্দেশে রওয়ানা হয়। পথিমধ্যে লইসকা বিল এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি বালুবাঝাই ট্রলারের সাথে সংঘর্ষ হয়। এতে যাত্রীবোঝাই ট্রলারটি ডুবে যায়। ট্রলারডুবির ঘটনায় এ পর্যন্ত নারী ও শিশুসহ ২২ জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং অর্ধশতাধিক লোক এখনো নিখোঁজ রয়েছেন। মর্মান্তিক এ দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন আমি তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছি এবং তাদের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাদেরকে শহীদের মর্যাদা দান করুন।
ট্রলারডুবির কারণ উদঘাটন করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং মর্মান্তিক এ দুর্ঘটনায় যারা এখনো নিখোঁজ রয়েছেন তাদের উদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”