হিজাব সম্পর্কে কর্ণাটকের হাইকোর্ট যে রায় দিয়েছেন, তাতে আমরা বিস্মিত। এ রায় ন্যায়ভ্রষ্ট, পক্ষপাতদুষ্ট এবং ইসলাম সম্পর্কে একেবারেই অজ্ঞতাপ্রসূত।
হিজাব এবং পর্দা মুসলিম নারীর জন্য মহান আল্লাহ প্রদত্ত আবশ্যকীয় বিধান। আল্লাহ তা’য়ালার বিধান পরিবর্তনের এখতিয়ার কারোরই নেই। চাই সে রাষ্ট্রই হোক আর আদালতই হোক।
একজন মুসলিম নারীর এটা কেবল অধিকারই নয়, মহান আল্লাহ প্রদত্ত একান্ত মৌলিক দায়িত্বও বটে। এ ধরনের ন্যায়ভ্রষ্ট রায় অবিলম্বে বাতিল করতে হবে।
Source:
ফেসবুক স্ট্যাটাস লিঙ্ক