ছাত্র-ছাত্রীদের পরীক্ষার রুটিন প্রস্তুত করতে না পারা সারপ্লাস বিদ্যুৎ উৎপাদনের প্রিয় বাংলাদেশ! এ আওয়াজ জাতিকে অনেক শুনতে হয়েছে — “দেশ এখন বিদ্যুৎ এ সারপ্লাস।” জাতীয় সংসদে জনগণের অর্থ অপচয় করে উল্লাস প্রকাশ করা হয়েছে। এ সময়ে প্রিয় দেশটিতে লোডশেডিং এর রুটিন নিয়ে আমরা ব্যস্ত!! যা আবার একেবারেই তালগোল পাকানো। এতো কেবল শহুরে জীবনের কথা।
৮০ ভাগ জনগণ যারা পল্লী গ্রামে বসবাস করেন, সে জায়গাটিতে দেশের সর্বত্রই লোডশেডিং এর জ্বালায় জনজীবন অতীষ্ট। তাদের কথা ভাবার কি কারো কোনো সময় আছে? রাষ্ট্রীয় কোষাগারের বিপুল অর্থ অপচয় করে দুর্নীতির মাধ্যমে যারা সম্পদের পাহাড় গড়ে তুলেছে, দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্সের হুংকার দেওয়া সরকার এখন কি তাহলে বিনা শর্তে জাতির কাছে ক্ষমা চাইবে?
তা না হলে বিদ্যুৎ এর লোডশেডিং কেন — যা ইতিহাসের সকল রেকর্ড ভঙ্গ করেছে। এমনকি হাত মসজিদের এসি পর্যন্ত চলে গিয়েছিলো। যা জনগণের ক্ষোভের মুখে গুটিয়ে নিতে বাধ্য হয়েছে।
আর কত ঘুমাবো আমরা? রাজনৈতিক নিপীড়নের পাশাপাশি সমানতালে চলছে অর্থনৈতিক তাণ্ডব। জাগতে হবে সবাইকে, নিজেদের অধিকার আদায়ে, জাতি ও রাষ্ট্রকে বাঁচানোর তাগিদে।